ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: রাজধানীর কাপ্তান বাজার, দয়াগঞ্জ বাজার, বাবুবাজার চালের আড়ত ও মিটফোর্ড ফর্মেসীতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করে।
আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা মহোদয়ের নির্দেশনায় সহকারী পরিচালক মো: আবদুল জব্বার মন্ডল এর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।
অভিযান শেষে তিনি জানান, ক্রান্তিকালীন এই সময়ে যাতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক ইত্যাদির মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের হেন্ড মাইকের মাধ্যমে ও দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও প্রদর্শনকৃত মূল্যতালিকা অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় না করাকে কেন্দ্র করে অতিমুনাফার থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
এছাড়া প্রয়োজনের অধিক পণ্য ক্রয় না করার জন্য উপস্থিত ভোক্তা সাধারনকে সচেতন করেন।
তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।