ঢাকা, ৩ সেপ্টেম্বর মঙ্গলবারঃ গতকাল ২ সেপ্টেম্বর সোমবার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় কর্তৃক ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন আজিমপুরে এক তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
এসময় পাউরুটির প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় Delicious Cafe ও হক বেকারীকে যথাক্রমে ১০ হাজার ও ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে শেলফে সংরক্ষণ করার অপরাধে মাসুম ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আবাসিক ভবনের নিচে গ্যারেজে গড়ে ওঠা একটি অবৈধ পলিথিন কারখানার সন্ধান পাওয়া যায়। যা তাৎক্ষণিকভাবে সাময়িক বন্ধ ঘোষণা করা হয় এবং প্রতিষ্ঠানটি কেন স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে না মর্মে প্রয়োজনীয় কাগজপত্রসহ আজ ৩ সেপ্টেম্বর সকাল ১১.৩০ ঘটিকায় অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়। উক্ত তদারকি কাজে লালবাগ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।