ঢাকা, ২৫ আগস্ট রোববারঃ গতকাল শনিবার (২৪ আগস্ট) রাজধানীর মগবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল এবং পরিচালক ইন্দ্রাণী রায়ের নেতৃত্বে পরিচালিত এক বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
এসময় ওজনে কম এবং বিক্রির উদ্দেশ্যে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ মিষ্টি দোকানে রাখায় যথাক্রমে নিউ মিষ্টান্ন ভাণ্ডার এবং আলীবাবা সুইটসকে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয়া হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, নিউ মিষ্টান্ন ভাণ্ডার প্রতি কেজি দধিতে ২০০ গ্রাম কম করে বিক্রি করে আসছিল। ওজন করে এর সত্যতাও মেলে। ওজনে কম দেয়ার দায়ে তাদের ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অন্যদিকে আলীবাবা সুইটস বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখায় ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।