ঢাকা, ৭ মে মঙ্গলবারঃ গতকাল সোমবার রাজধানীর গুলশান ‘নগর ভবনে’ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ‘রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ৪৩টি বাজার নজরদারিতে রাখতে ‘আটটি দল’ গঠন করা হয়েছে।’
মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, র্যাবের মহাপরিচালক ডঃ বেনজীর আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক শফিউল ইসলাম লস্কর , র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
সভার প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘রমজান হচ্ছে সংযমের মাস, এসময় কম দামে পণ্য বিক্রি করার চেষ্টা করেন। ইফতারির সময় আমরা প্রায়ই পাঁচ দশজনকে ডেকে ইফতার করাই। আপনারাও ক্রেতাদের কাছে কম দামে পণ্য বিক্রি করুন। এই বোধটা যদি জাগ্রত হয় তাহলে আর কিন্তু কোনো সমস্যা নেই। বাজার তদারকি করে ও আইন করে হয়তো মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা যায়। কিন্তু মানবিক মূল্যবোধ জাগ্রত না হলে কিছুই করা সম্ভব হবেনা। ভেজাল খাদ্য বিক্রি মানুষ হত্যার মতো অপরাধ। আমাদের সবার ভেতর এ মূল্যবোধ জাগ্রত করতে হবে। আমরা সবদিক থেকে আগে বাড়তে চাই, আমরা যেন মানুষকে একটু ভালো রাখার চেষ্টা করি যে যার জায়গা থেকে।’
র্যাবের মহাপরিচালক ডঃ বেনজীর আহমেদ কঠোরতা ব্যক্ত করে সভায় বলেন,’ আমদের প্রত্যাশা রমজান মাসে পণ্যের বাজার দর স্থিতিশীল থাকবে। আপনারা গত একমাসে যে লাভে পণ্য বিক্রি করেছেন, এ রমজানে তার থেকে কম মূল্যে পণ্য বিক্রি করবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমরা বাজার মনিটরিং করতে চাই না, জেল জরিমানা করতে চাই না। আসুন আমরা এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসি, আপনাদের (ব্যবসায়ীদের) বাজার আপনারাই মনিটরিং করেন। কিন্তু যারা খাদ্যে ভেজাল, মেয়াদহীন পণ্য বিক্রি করবে, তাদের জন্য কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’