রাজশাহীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। এই লকডাউন ১৭ জুন মধ্য রাত পর্যন্ত এক সপ্তাহের জন্য এ লকডাউন দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল জলিল নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত বিশেষ সভায় জেলায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ও মৃত্যু হার বিশ্লেষণ শেষে এ লকডাউনের ঘোষণা দেন।
তিনি বলেন, লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না, রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না এবং আমের বাজার গুলো বড় পরিসরে ছড়িয়ে ছিটিয়ে বসবে। তবে স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করার নির্দেশনা রয়েছে।
সভায় বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর, ডিআইজি আব্দুল বাতেন, নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।