ভোক্তাকন্ঠ ডেস্ক:
রানিং স্টাফদের পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রেলমন্ত্রীর এ ঘোষণার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় কমলাপুর রেলস্টেশনে রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করে এ ঘোষণা দেন মন্ত্রী।
রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, রেলের শ্রমিকদের দাবির বিষয়ে আমি অর্থ মন্ত্রণালয় যোগাযোগ করেছি। সেখান থেকে আমাকে জানানো হয়েছে, যে প্রজ্ঞাপনের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেটা তারা বাতিল করে দেব।
তিনি বলেন, আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী আমাকে সময় দিয়েছেন। আমার সচিবসহ আমি দেখা করব। আশা করছি আগামী ১৯ তারিখের মধ্যে বিষয়টির ফয়সালা আমরা পেয়ে যাব। আবার পেনশন-ভাতা যেভাবে রানিং স্ট্যাটাস ছিল, সেভাবেই পাবে বলে আশা করি। তাই এখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চালকদের প্রতি আহ্বান জানান।
রেলমন্ত্রী আরও বলেন, যারা রেলের ধর্মঘট ডেকেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।