ভোক্তাকন্ঠ ডেস্ক
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য আরও ১৫৮ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেওয়া হয়।
জাতিসংঘ অধিবেশন চলাকালে রোহিঙ্গাদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ১৫৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। এই অর্থ দিয়ে রোহিঙ্গা ও আশ্রয়দাতা লোকদের খাদ্য, চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, কোভিড-১৯ প্রতিরোধ ইত্যাদি খাতে ব্যয় করা হবে।