করোনা সংক্রমণ রোধে লকডাউনকালে খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে কাঁচাবাজার চালু রাখার নির্দেশনা থাকলেও এখনো রাজধানীতে তা কার্যকর হয়নি।
সময় নিউজের এক প্রতিবেদনে দেখা যায় (৬ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে নোংরা পরিবেশেই চলছে কেনাবেচা। স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না দৃশ্যমান কোনো পদক্ষেপও। তবে বাজারের ক্রেতা-বিক্রেতারা বলছেন, সবাই যেন করোনা সতর্কতা মেনে চলে সে ব্যবস্থা করা উচিত।
লকডাউনেও খাদ্যপণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক থাকায় কাঁচাবাজারে সরবরাহে কমতি নেই।
একজন ক্রেতা বলেন, স্বাস্থ্যবিধি তো কঠোর হওয়া উচিত। সে হিসেবে কেউ স্বাস্থ্যবিধি মানছে না। সেই সঙ্গে বাজারে ভিড় হচ্ছে অনেক।
আরেকজন ক্রেতা বলেন, মাস্কের প্রতি মানুষের অনীহা। মাস্ক মানুষ পরতেই চায় না। মাস্ক যদি ঠিক মতো মানুষ পরত, স্বাস্থ্যবিধি যদি ঠিক মতো মানত তাহলে আমাদের করোনা আক্রান্তের সংখ্যা অনেক কমতো।
উল্লেখ্য, রাজধানীতে সিটি করপোরেশনের তালিকাভুক্ত বাজার রয়েছে ২৮টি।