সরকারি ঘোষণা অনুযায়ী আজ সোমবারও লকডাউন। তবে যাদুর শহর ঢাকার রূপের কোনো পরিবর্তন নেই। আগের মতোই চিরচেনা যানজট। পান্থপথ, কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন জায়গায় যানজটে বিরক্ত সাধারণ মানুষ।
দিনমজুরদের বড় একটা অংশ ঢাকা ছেড়ে নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে পিকআপ ভ্যান ও ট্রাকে করে। তারা বলছেন, ‘কঠোর লকডাউনের সময় শহরে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যেতে পারে। এ সময় শহরে থেকে বাজার ও অন্যান্য খরচের টাকা জোগাড় কঠিন হয়ে যাবে।’ তাই তারা শহর ছাড়ছেন।ঢাকার রাস্তায় আজ সকাল থেকেই বাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলছে।দ্বিগুণেরও বেশি সময় লেগে যাচ্ছে যাতায়াতে এই দুর্ভোগের যেন কোন শেষ নেই।
রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে এক কোটি ৯০ লাখ কর্মঘণ্টা। যানজটে নষ্ট হওয়া অতিরিক্ত সময়ের মূল্য গড়ে ঘণ্টায় ৭০ টাকা ধরে হিসাব করলে দেখা যায়, প্রতিদিন ক্ষতির পরিমাণ ১৩৭ কোটি ৩০ লাখ টাকা। রাজধানীর সড়কে পরিচালিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই)-এর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।