করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ চলাকালে পণ্য পরিবহনে যে কোনো ধরনের সমস্যার সমাধানে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
দেশের যে কোনো প্রান্তে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের সমস্যার ক্ষেত্রে নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণনে কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য এসব নম্বরে যোগাযোগ করা যাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল সেল: ০১৭১২১৬৮৯১৭, ০১৭৩৮১৯৫১০৬, ০১৭৫৬১৭৩৫৬০।
দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বুধবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ। এই সময়ে সরকারি-বেসরকারি অফিসগুলো বন্ধ থাকার পাশাপাশি সব ধরনের গণপরিবহনও বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল করবে।