২৫ এপ্রিল নোয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে শপিংমলসহ দোকানপাট খোলার দিনেও মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান মামলা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪১ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে জেলা প্রশাসনের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।