যদিও ১ জুলাই থেকে দেয়া বিধিনিষেধে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে, তবে বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য দেশের এয়ারলাইনসগুলোকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।
বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশগামী যেসব যাত্রীর আন্তর্জাতিক ফ্লাইটের টিকেট রয়েছে, তাদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাতে পারবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভো এয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইনস। এই তিন এয়ারলাইনস কর্তৃপক্ষ বিদেশগামী যাত্রী, যাঁদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট আছে, তাঁদের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রার সময় বোর্ডিংয়ের আগেই এয়ারলাইনস কর্তৃপক্ষগুলোর কাছে যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট বা প্রমাণপত্র দেখাতে হবে।
জানা গেছে, আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য তারা চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে এবং সেই সব ফ্লাইটে কেবল বিদেশগামীরাই চড়তে পারবেন।