সাভার প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সারাদেশে শীতার্তদের মাঝে ২১ লাখ কম্বল বিতরণ করা হবে। এ জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
ডা. এনামুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আটটি জেলায় পাঁচ লাখ টাকা করে চল্লিশ লাখ টাকা, কম্বল ও শিশুদের শীতের কাপড় কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।’
মতবিনিময় সভায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু, ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।