নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর) সরকারি বিভিন্ন সংস্থার ১৪ টি পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত মাস থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চাকরির পরীক্ষা নেওয়া শুরু করেছে। তবে একই দিনে একাধিক পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
সংশ্লিষ্ঠ সূত্র জানায়, এই দিন তিতাস গ্যাস, বিসিএসআইআর, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, সাধারণ বীমা করপোরেশন, বিসিএস নন-ক্যাডার, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন, বিএডিসি, ধান গবেষণা ইনস্টিটিউট, পাওয়ার গ্রিড কোম্পানি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে বিভিন্ন পদে জনবল নিয়োগের চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করা হয়েছে।
একই দিনে ১৪টি পরীক্ষা হওয়ায় কোনো কোনো প্রার্থীর চার-পাঁচটি পরীক্ষা পড়েছে ওই দিনে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রার্থী বলেন, তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষাসহ শুক্রবার মোট চারটি পরীক্ষা পড়েছে। এর মধ্যে দুটি পরীক্ষা একই সময়ে। এসব চাকরির বিজ্ঞপ্তিতে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা লেখা ছিল না, তাই আবেদন করেছি। এ চারটি চাকরিতে আবেদন করতে খরচ হয়েছে ১ হাজার ৬৭৩ টাকা। আমার মতো বেকারের জন্য এ টাকা অনেক টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকলে আমার কষ্টের টাকা নষ্ট হতো না।
নয়ন দাস নামের আরেক চাকরিপ্রার্থী বলেন, একদিনে একেকজন চাকরিপ্রার্থীর কয়েক হাজার টাকা জলে যাচ্ছে। যেসব পরীক্ষা দিতে পারছি না সেগুলোর টাকা ফেরত দেওয়া হোক। বেকারদের সঙ্গে তামাশা বন্ধ করতে হবে।
ইমরান নামের চাকরিপ্রার্থীর শুক্রবার পাঁচটি পরীক্ষা পড়েছে। এর মধ্যে সকালে তিনটি ও বিকেলে দুটি। তিনি বলেন, পাঁচটির মধ্যে মাত্র দুটির পরীক্ষা দিতে পারব। পরীক্ষায় বসার আগেই তিনটি বাদ দিতে হলো। এসব পদে আবেদন করতে গেছে ২ হাজার ৩০০ টাকা। টিউশনির কষ্টের টাকায় আবেদন করে পরীক্ষা দিতে না পারা আরও কষ্টের।
শুক্রবার যেসব পরীক্ষা অনুষ্ঠিত হবে:
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল), সকাল ১০টা-বেলা ১১টা
বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), পদের নাম: রিসার্চ কেমিস্ট ও রিসার্চ ফেজিসিস্ট, শুক্রবার, বেলা ১১টা থেকে
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি), পদের নাম: ১১টি পদের এমসিকিউ পরীক্ষা, শুক্রবার, বেলা সাড়ে ৩টা থেকে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সকাল ১০টা-বেলা ১১টা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর, বেলা ৩টা থেকে
ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, রিসার্চ অফিসার ও ফিল্ড অফিসার, সকাল সাড়ে ১০টা, বেলা সাড়ে ৩টা
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), পদের নাম: সহকারী ব্যবস্থাপক, মেডিকেল অফিসার, সহকারী কর্মকর্তা (সাধারণ), সহকারী কর্মকর্তা (অর্থ) ও সহকারী কারিগরি কর্মকর্তা, শুক্রবার, বেলা সাড়ে ৩টা-বিকেল সাড়ে ৪টা
সাধারণ বীমা করপোরেশন, পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেলা সাড়ে ৩টা-বিকেল সাড়ে ৪টা
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, পদের নাম: সহকারী প্রকৌশলী, পরীক্ষা বেলা ৩টা-বিকেল ৪টা
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি),পদের নাম: স্টোর কিপার, সকাল সাড়ে ১০টা-দুপুর ১২টা
ধান গবেষণা ইনস্টিটিউট, পদের নাম: নবম গ্রেডের পাঁচটি ক্যাটাগরির মৌখিক পরীক্ষা, বেলা ২টা ৩০ মিনিট থেকে
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাটেনডেন্ট, টেকনিক্যাল অ্যাটেনডেন্ট, বেলা সাড়ে ৩টা-বিকেল সাড়ে ৪টা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পদের নাম: উপসহকারী প্রকৌশলী, সকাল ৯টা-১০টা এবং বেলা সাড়ে ১১টা-দুপুর সাড়ে ১২টা
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড,পদের নাম: সিনিয়র অফিসার (প্রকিউরমেন্ট), জুনিয়র অফিসার (এইচআর) মৌখিক পরীক্ষা, পরীক্ষা সকাল ৯টা থেকে এবং বেলা ২.৩০ মিনিট থেকে