সাত দিনের সর্বাত্মক লকডাউনের আগের দিন মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর বিপণিবিতানগুলোতে কেনাকাটার হিড়িক পড়েছে। রোজা ও পহেলা বৈশাখের আগে কেনাকাটার এ শেষ সুযোগ যেন হারাতে চান না কেউই। শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচার ব্যবস্থা রাখা হলেও ক্রেতাদের ভিড়ে থেকেই যাচ্ছে স্বাস্থ্যঝুঁকি।
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মার্কেট ও শপিংমল খোলা রাখার সুযোগ শেষ হচ্ছে আজ বিকেল ৫টায়। বুধবার থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে সব বিপণিবিতান। তাই কেনাকাটার ‘শেষ সুযোগটা’ কাজে লাগাচ্ছেন অনেকেই।সবার মুখে মাস্ক থাকলেও ভিড়ে উপেক্ষিত হচ্ছে শারীরিক দূরত্বের বিষয়টি। ক্রেতা সমাগমের চিত্রে ফুটে উঠেছে স্বাস্থ্যবিধি লংঘনের বিষয়টিও।
এদিকে সর্বাত্মক লকডাউনে ভাটা পড়বে বেচা-বিক্রিতে তাই চিন্তিত ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখার পক্ষে মত দিয়েছেন অনেকেই।লকডাউনের অনিশ্চয়তায় প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটার প্রবণতা দেখা যায় অনেক ক্রেতার মাঝে।করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল (বুধবার) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ছবিঃ সংগ্রহীত