লকডাউন এর কারণে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী লকডাউন। লকডাউন শেষে এই সময় বাড়ানো হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, লকডাউনের কারণে কেউ যাতে সমস্যায় না পড়ে, সেটি বিবেচনা করেই সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সময় বাড়ানো হলেও শিক্ষার্থীদের বিলম্ব ফি দিতে হবে না। নির্ধারিত ফি দিয়েই ফরম পূরণ করা যাবে।
এক এপ্রিল থেকে সাত এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণের কথা ছিল। এ অবস্থায় সোমবার থেকেই সারা দেশে লকডাউন শুরু হয়েছে। তাই এখন শিক্ষার্থীদের অসুবিধার কথা মাথাই রেখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এনএইচ