অনলাইন ডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ৪ দিন বাড়িয়েছে ইপিবি। শেষদিকে মেলা বেশ জমেও উঠেছে আবার দুই সিটি করপোরেশন নির্বাচন, ওই দিন মেলা বন্ধ থাকবে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও গেট ইজারাদার প্রতিষ্ঠান আরও সাত দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছিলো। তাদের প্রস্তাব বিবেচনায় নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ চার দিন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
ফলে মেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম। তিনি বলেন, আগামী ০১ ফেব্রুয়ারি শনিবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন মেলা বন্ধ থাকবে। এছাড়াও বিভিন্ন সময় নানা কারণে দিনের শুরুর দিকে মেলা বন্ধ ছিল। এসব বিবেচনায় মেলা কিছুদিন বাড়তে পারে।
তবে এখনও সেসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বইমেলা এবং এসএসসি পরীক্ষার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সব দিক চিন্তা করেই মেলার সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।