ভোক্তাকন্ঠ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান পরীক্ষাগুলো সশরীরেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজ কর্তৃপক্ষের অনলাইন বৈঠক হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, চলমান ডিগ্রি দ্বিতীয় বর্ষ, মাস্টার্স প্রথম পর্ব ও বিভিন্ন বর্ষের প্র্যাকটিক্যাল পরীক্ষা সশরীরে চলবে। এছাড়াও অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা পরিস্থিতি খারাপ না হলে পূর্বনির্ধারিত সম্ভাব্য সময় অনুযায়ী হবে।
শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে, শনিবার (২২ জানুয়ারি) সাত কলেজের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে প্রায় দেড় ঘণ্টা ধরে অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে পরীক্ষা নেওয়ার আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে দেন তারা।