জেলার খবর: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে চার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। মঙ্গলবার উপজেলার দয়ারঘাট এলাকার দুটি ও আশাশুনির তিনটি পয়েন্টে ভেঙে রিং বাঁধ নদীতে বিলীন হয়ে যায়।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় আম্পানে আশাশুনি সদর ইউনিয়নের ১০টি পয়েন্টে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে গোটা ইউনিয়ন প্লাবিত হয়েছিল। তখন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আটটি পয়েন্টে বেড়িবাঁধ সংস্কার করা হলেও দুটি পয়েন্টে সংস্কার করা সম্ভব হয়নি। ওই দুটি পয়েন্টে রিং বাঁধ দিয়ে কোনো মতে পানি আটকানো হয়। সোমবার রিং বাঁধে ভাঙন ধরলেও তা মেরামত করা হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে জোয়ারে সে বাঁধ আর ঠেকানো যায়নি। দয়ারঘাটের দুটি ও আশাশুনির তিনটি পয়েন্টে ভেঙে রিংবাধ নদীতে বিলীন হয়ে গেছে।
আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন বলেন, ‘দয়ারঘাট ও আশাশুনিতে রিংবাধ ভেঙে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রাতের জোয়ারের আগে সংস্কার করা সম্ভব না হলে আশাশুনি সদর, শ্রীউলা, শোভনালী ও চাম্পাফুল ইউনিয়নও প্লাবিত হবে।’
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী গোলাম রাব্বী জানান, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করবে মূলবাঁধের। এর আগে আমাদের রিং বাঁধটি সংরক্ষণ করা জরুরি। আমরা প্রাথমিকভাবে জিও ব্যাগ দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় আসতে রওনা হয়েছেন। এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সূত্র: জাগোনিউজ২৪.কম