ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: করোনাভাইরাস ইস্যুকে সামনে রেখে যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি না হয় এরই প্রেক্ষিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।
চাল, ডাল, আটা, ময়দা ভোজ্যতেল, চিনি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক ও ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক আজ বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল।
সাত দিনের চেয়ে বেশি বাজার নয় উল্লেখ করে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও ভোক্তাগণকে অনুরোধ জানানো হয়।
এ রকম হৃদয়বিদারক ইস্যুতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করা এবং অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বাড়িয়ে না দেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
একই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য বাজারে চাল, ডাল, আটা, ময়দা, ডাল, ভোজ্যতেল, লবণ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।
এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না টানানো, চাল বিক্রয় কারচুপি করা ইত্যাদি অপরাধে মা মনি রাইস, আশা রাইসসহ ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।