বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৪৫ তম। তবে এবার যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে চীন। প্রতিবেশি দেশ ভারতের অবস্থান চতুর্থ এবং মিয়ানমার ৩৮তম।
বিভিন্ন দেশের সেনাবাহিনীর শক্তি নিয়ে পরিচালিত নতুন এক সমীক্ষায় এ চিত্র পাওয়া গেছে। সমীক্ষাটি চালায় প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’। রোববার প্রকাশিত হয়েছে তাদের ‘আলটিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা চূড়ান্ত সামরিক শক্তি সূচকটি।
সূচকে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে এসেছে চীন। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করলেও যুক্তরাষ্ট্র (৭৪ পয়েন্ট) আছে দ্বিতীয় স্থানে। রাশিয়া আছে তালিকার তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ৬৯। ৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ ভারত। ভারতের পরে থাকা ফ্রান্সের পয়েন্ট ৫৮। ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে যুক্তরাজ্য। এক সময়ে বিশ্বের পরাশক্তি যুক্তরাজ্য এখন ভারতের বেশ পেছনে।
প্রতিটি ক্ষেত্রের জন্য আলাদা পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে ওই সমীক্ষায়। যেমন বাজেট বরাদ্দে শীর্ষে যুক্তরাষ্ট্র। সামরিক খাতে দেশটির বরাদ্দ ৭৩ হাজার ২০০ কোটি ডলার। ২৬ হাজার ১০০ কোটি ডলার বাজেট দ্বিতীয় স্থানে আছে চীনের। সমীক্ষায় বলা হয়েছে, নৌবাহিনীতে সবচেয়ে বেশি শক্তি চীনের। তাদের হাতে রয়েছে ৪০৬টি সামরিক জলযান, রাশিয়ার ২৭৮টি এবং ভারতের ২০২টি।
বিমানবাহিনীর ক্ষেত্রে ১৪ হাজার ১৪১টি আকাশযান নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে আছে রাশিয়া (৪ হাজার ৬৮২টি আকাশযান) এবং ৩ হাজার ৫৮৭টি আকাশযান নিয়ে তৃতীয় স্থানে আছে চীন।
সার্বিক সূচকে পাকিস্তান আছে ১৬ নম্বরে। এছাড়া শ্রীলঙ্কা ৭৯, নেপাল ১১৯ এবং ভুটান ১৪০ নম্বরে স্থান পেয়েছে।
সূত্র: সমকাল