ভোক্তাকন্ঠ ডেস্ক: বাংলাদেশকে উপহার হিসেবে ৯ লাখ ৫৬ হাজার ৫৫০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে অস্ট্রিয়া।
সোমবার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশটির রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়ান পোস্ট কর্তৃক ২টি স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে এই টিকা হস্তান্তর করা হয়।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো গ্রহণ করেন।
এর আগে পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিয়েনা ও ঢাকা থেকে ডাকটিকিট ২টি উন্মোচন করেন।
এ সময় লনস্কি-টিফেন্থাল উল্লেখ করেন, অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
আলোচনার সময় বাংলাদেশের পররাষ্ট্রসচিব ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন।
তারা ২০২২ সালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেন।