এবার কেজি হিসেবে বিক্রি হচ্ছে লেবু নাটোরের নলডাঙ্গা উপজেলায় চাহিদা থাকলেও উৎপাদন বেশি হওয়ায় লেবুর দাম কম। তাই বস্তায় বস্তায় কিনে আনা লেবু হালির জায়গায় কেজিতেই বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। এতে বাজার সিন্ডিকেটের কোনো হাত নেই বলে জানিয়েছেন তারা।
সোহরাব হোসেন নামের এক খুচরা বিক্রেতাকে ক্রেতা সমাগম করতে তিনি ডাকছেন, ‘লেবুর কেজি ১৫ টাকা, হালির দিন শেষ। আসেন নিয়া যান। মাত্র ১৫ টাকা, ১৫ টাকা।’ তার এমন হাঁকডাক শুনে গৃহবধূসহ অনেকেই আসেন লেবু কিনতে। হালির তুলনায় কেজিতে সংখ্যা বেশি হওয়ায় লেবু কিনতে ভিড় জমিয়েছেন অনেকে।
কেজিতে লেবু বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই সবজি বিক্রি করি আমি। কিন্তু দুদিন থেকে লেবু বেচা শুরু করেছি। লেবুর উৎপাদন বেশি হওয়ায় দামও কমেছে। তাই বস্তায় করে কিনে সেটা কেজিদরে মেপে বিক্রি করছি।’
এক কেজি লেবু কিনেছি। আমরা তো সবসময় লেবু কিনতাম হালি হিসেবে। এক হালি ৪০ টাকা বা ৩০ টাকা। কিন্তু এবার কেজিতে লেবু বিক্রির জন্য ডাকছে সেটা কী আর হাত ছাড়া করা যায়, বলেন এক ক্রেতা।