ভোক্তাকন্ঠ ডেস্ক: কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়া দুই হাজার পর্যটক নিরাপদে ফিরেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তারা টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছান।
এর আগে বিকেল ৩টার দিকে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে ৫টি জাহাজে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন এই পর্যটকরা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় আটকেপড়া দুই হাজার পর্যটক নিরাপদে টেকনাফ ঘাটে পৌঁছেছেন।
প্রসঙ্গত, গত রোববার (২০ ফেব্রুয়ারি) সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যান কয়েক হাজার পর্যটক। পরে বৈরী আবহাওয়া কারণে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে সেখানে দুই হাজার পর্যটক আটকা পড়েন।