দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’ সম্প্রতি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি সতর্কবার্তা প্রেরণ করেন। যেখানে কিছু অসাধু ব্যাবসায়ী স্বপ্নের নাম করে ভুয়া বিজ্ঞাপন, অফার এবং ডিসকাউন্টের কথা বলে লিংকের মাধ্যমে প্রতারণার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ক্রেতাদের কে সতর্ক করে। ‘স্বপ্ন’র নাম ভাঙিয়ে প্রতারণা
সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ‘স্বপ্ন সুপারশপ কিংবা Shwapno.com এ ‘Shwapno 15th Anniversary ‘ নামে কোন ফ্রি শপিং অফার কিংবা প্রমোশনাল ডিসকাউন্ট চলছে না।’
তারা আরও জানায়, ‘বাংলাদেশের সর্ববৃহৎ সুপারশপ চেইন ‘স্বপ্ন’ এর নাম ভাঙিয়ে কিছু অসাধু-চক্র নকল শপিং অফার/কুপন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এ ধরনের ভুয়া অফারের সাথে ‘স্বপ্ন’ এর কোনো সংশ্লিষ্টতা নেই এবং অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হবার জন্য সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই অসাধু কার্যক্রমের মাধ্যমে কোনো ক্রেতা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে স্বপ্ন কোনো দায়ভার নিতে পারবে না।’
স্বপ্ন সম্পর্কিত সঠিক অফার/প্রমোশন জানতে তাদের নিজস্ব ফেইসবুক পেইজ https://www.facebook.com/Shwapno.ACILL/ কিংবা ওয়েবসাইট WWW.SHWAPNO.COM কে অনুসরণ করতে ক্রেতা সাধারণকে অনুরোধ করেছে সুপার শপটি। ‘স্বপ্ন’র নাম ভাঙিয়ে প্রতারণা
আরও পড়ুন: নির্ধারিত মূল্যের অধিক মূল্য রাখায় ‘স্বপ্নের’ বিরুদ্ধে অভিযোগ – Voktakantho
তারা আরও জানায়, ‘বাংলাদেশের সর্ববৃহৎ সুপারশপ চেইন ‘স্বপ্ন’ এর নাম ভাঙিয়ে কিছু অসাধু-চক্র নকল শপিং অফার/কুপন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এ ধরনের ভুয়া অফারের সাথে ‘স্বপ্ন’ এর কোনো সংশ্লিষ্টতা নেই এবং অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হবার জন্য সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই অসাধু কার্যক্রমের মাধ্যমে কোনো ক্রেতা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে স্বপ্ন কোনো দায়ভার নিতে পারবে না