হিলি স্থলবন্দরে রমজানের আগেই কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজের দাম ৭ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়। রমজানের আগে পেঁয়াজের দাম কমায় স্বস্তিতে সাধারণ মানুষ।
এ বন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। দেশের বিভিন্ন স্থান থেকে বন্দরে ভিড় করছেন পাইকাররা। কম দামে পেঁয়াজ কিনে দেশের অন্যান্য স্থানে সরবরাহ করছেন তারা। রমজানের আগে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান আমদানিকারকরা।হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত মাসে ২৪ কার্যদিবসে ভারতীয় ২৬৮ ট্রাকে ৬ হাজার ৮৭৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।