ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: আজ ঢাকা মহানগরীর টিকাটুলি এলাকার সায়েন্টিফিক পণ্যের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। হ্যান্ড স্যানিটাইজারের দাম বেশি রাখায় জরিমানা করা হয় একাধিক প্রতিষ্ঠানকে।
এ সময় হ্যান্ড স্যানিটাইজারের দাম ৩০০ টাকার পরিবর্তে ৮০০ টাকায় বিক্রয় করার অপরাধে মডার্ণ সাইন্টিফিক সপ এবং হাটখোলা সায়েন্টিফিক সপকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকেই ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য আকস্মিক তদন্তে অভিযোগ এর যথার্থতা প্রমাণিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল।
তিনি জানান, ফেসবুকের মাধ্যমে অনেক ভোক্তা হ্যান্ড স্যানিটাইজার উচ্চমূল্যে বিক্রয় করা হচ্ছে মর্মে অভিযোগ দায়ের করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। অভিযোগের ভিত্তিতে আজ বাণিজ্য মন্ত্রণালয় মোবাইল টিম কর্তৃক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।
উক্ত অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহায়তা প্রদান করেন।