ঢাকা, ৩১ জুলাই বুধবারঃ পাঁচ সপ্তাহের জন্য নিষিদ্ধ হবার মাত্র ৭২ ঘণ্টার ভেতর একে একে সবগুলো কোম্পানির নিষেধাজ্ঞা স্থগিত করেছে হাইকোর্ট। গত ২৮ জুলাই রোববার হাইকোর্টেরই একটি বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরদিন সোমবার মিল্কভিটার উৎপাদন ও বিপননের ক্ষেত্রে আট সপ্তাহের জন্য সেই স্থগিতাদেশ রহিত করেন চেম্বার বিচারপতি। এরপরদিন গতকাল প্রাণ ও ফার্মফ্রেশ দুধের ক্ষেত্রেও একই আদেশ প্রদান করা হয়। অবশেষে আজ, বাকী থাকা ১১ টি কোম্পানির বিষয়ে হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত !
গত ২৮ জুলাই পাঁচ সপ্তাহের জন্য উৎপাদন ও বিপণনের নিষেধাজ্ঞা প্রাপ্ত কোম্পানিগুলো হচ্ছে, আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস লিমিটেডের আফতাব, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফার্মফ্রেশ মিল্ক, আমেরিকান ডেইরি লিমিটেডের মু, বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের মিল্ক ভিটা, বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেডের ডেইরি ফ্রেশ, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আড়ং ডেইরি, ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের আয়রান, ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের পিউরা, ইগলু ডেইরি লিমিটেডের ইগলু, প্রাণ ডেইরি লিমিটেডের প্রাণমিল্ক, উত্তরবঙ্গ ডেইরির মিল্ক ফ্রেশ, শিলাইদহ ডেইরির আল্ট্রা, পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের আরওয়া এবং তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের সেফ।