সিনিয়র করেসপন্ডেন্ট
চলতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকুতি হিসেবে ২৪জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ কারেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
পদক প্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে মোস্তফা এম এ মতিন (মরণোত্তর), মি্জা তোফাজ্জল হোসেন(মুকুল)(মরণোত্তর),
শিল্পকলা নৃত্য-জিনাত বরকতুল্লাহ, সঙ্গীত-নজরুল ইসলাম বাবু (মরণোত্তর),ইকবাল আহমেদ, মাহমুদুর রহমান রেনু,
অভিনয়-খালেদ মাহমুদ খান (মরণোত্তর),আফজাল হোসেন, মাসুম আজিজ
মুক্তিযুদ্ধ- বীর মুক্তি যোদ্ধা আলহাজ অধ্যক্ষমো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এবিএম রহমান, আমজাদ অলী খন্দকার
সাংবাদিকতা- এম এ মালেক, বিজ্ঞান ওপ্রযুক্তি-মো. আনোয়ার হোসেন, শিক্ষা-অধ্যাপক ড. গৌতমবুদ্ধ দাস, সমাজ সেবা-এসএমআব্রাহাম লিঙ্কন, সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের
ভাষা সাহিত্য-কবি কামাল চৌধুরী, ঝনা দায় পুরকায়স্থ
গবেষণা-ড. মো. আবদুস সাত্তার মন্ডল, ড. মো. এনামূল হক, ড. সাহনাজ সুলতানা এবং ড. জান্নাতুল ফেরদৌস।