ঢাকা, ১০ সেপ্টেম্বর মঙ্গলবারঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির বাইরে অবস্থিত দুই দোকানের সামনে টানিয়ে রাখা ব্যানারে লেখা আছে ‘খালি বোতল ফেরত দিলে পাঁচ টাকা ফেরত দেয়া হবে।’ কিশোর নাদিম এবং নাম প্রকাশে অনিচ্ছুক ভোক্তা এই দুই দোকান থেকে পানীয় কেনেন। বোতল ফেরত দিয়ে ৫ টাকা চাইলে দুই দোকানীই জানান, ‘বোতল ফেরত দিয়ে পাঁচ টাকা নিতে হলে ,আরও পাঁচ টাকা দিতে হবে!’
বাধ্য হয়ে, তাঁরা কল করে বিষয়টি জানান বিমানবন্দরের ম্যাজিস্ট্রেটকে। অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রমাণিত হওয়ায় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল অপরাধী দুই দোকানির প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করেন। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুসারে অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ২৫০০ টাকা, তাৎক্ষণিকভাবে অভিযোগকারী দুই ভোক্তার হাতে তুলে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানিয়েছেন, অভিযোগকারীদের একজন নাদিম হোসেন নবম শ্রেণির ছাত্র। এ বয়সে নিজের অধিকার সচেতন হয়ে সে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেছে। এটি অত্যন্ত প্রশংসাযোগ্য কাজ। অভিযোগকারী অন্যজন নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় তাঁর পরিচয় জানা যায়নি।