ভোক্তাকণ্ঠ ডেস্ক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে চাল, তরমুজ, গরম মশলা এবং ঈদের পোশাকের বাজারের ওপর তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
শনিবার ঢাকা মহানগরীতে অধিদফতরের ৫টি টিম বাজার তদারকি করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
সারা দেশে ৪৪টি টিম বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।