ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর বাজারে ১০০ শতাংশ বেড়েছে কাঁচামরিচের দাম। একইসঙ্গে বিক্রিও কমেছে পণ্যটির।
রাজধানীর বিভিন্ন বাজার থেকে জানা গেছে, এক মাসের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০ টাকা থেকে বেড়ে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের দাবি, দুর্মূল্যের বাজারে সরবরাহ কম হওয়ার কারণে কাঁচামরিচসহ বেশ কিছু সবজির দাম চড়া।
ক্রেতারা বলছেন, প্রতিবছর এ সময়ে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। ফলে রীতিমতো ক্রেতাদের হা-হুতাশ শুরু হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাজারে সবকিছর দাম বেশি এটা দুঃখজনক। আমাদের দায়িত্ব থেকে যথেষ্ট কাজ করে যাচ্ছি। আমাদের কঠোর নজর আছে বাজারের দিকে। ব্যবসায়ীরা কারসাজি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’