ভোক্তাকণ্ঠ ডেস্ক: কাঁচা মরিচ ছাড়া রান্না চলে না। নিত্যপণ্যের তালিকায় এর নাম সবার ওপরে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সবজির বাজারে সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে এই পণ্যের।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। গত সপ্তাহে ৩২০ টাকা কেজি বিক্রির পর মাঝখানে দাম কমে ১৮০ থেকে ২০০ টাকা হয়েছিল। আজ আবার দাম বেড়েছে।
কারওয়ান বাজারে সবজি বিক্রেতারা বলেন, বাজারে দুই ধরনের মরিচ বিক্রি হয়। একটি দেশি ও অন্যটি আমদানি করা ভারতীয় মরিচ। কারওয়ান বাজারে দেশি মরিচের পাল্লা (৫ কেজি) ৮৫০-৯০০ টাকা। আর ভারত থেকে আসা মরিচ বিক্রি হচ্ছে ৫০০-৭০০ টাকা পাল্লা।
কাঁচাবাজার ঘুরে আরও দেখা যায়, সব ধরনের সবজির দামই বাড়তি। বেগুন ৬০-৭০, করলা ৭০-৮০, ঢেঁড়স-৪০-৫০, কাঁকরোল ৬০-৭০, লাউ-৫০-৬০, পটল ৪০-৫০, টমেটো ১২০-১৩০, চালকুমড়া ৪০-৫০, চিচিঙ্গা ৪০-৫০, বরবটি ৫০, ও কাঁচা পেঁপে ২০-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর বাজারে শসা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে।