ভোক্তাকণ্ঠ রিপোর্ট: চিনির দাম নিয়ে যখন চারদিকে অস্থিরতা তখন দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ‘দেশবন্ধু গ্রুপ’ রাজধানীতে ৯৫ টাকায় চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) থেকে রাজধানীর ছয়টি স্পটে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই জানানো হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে বুধবার (২৬ অক্টোবর) থেকে ঢাকা শহরের মতিঝিল, সচিবালয়, প্রেসক্লাব, জিরোপয়েন্ট, নিউমার্কেট, কারওয়ান বাজার ইত্যাদি স্থানে নির্ধারিত মূল্যে (প্রতি কেজি ৯৫ টাকা) চিনি বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চিনির উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের একদিন পর দেশবন্ধু এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এজন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।