বেসরকারিভাবে আমদানি করা চাল বাজারে সরবরাহ করার সময় আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে চাল আমদানি করার জন্য ঋণপত্র বা এলসি খোলার সময় বাড়ানো হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত।
গত মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
চাল বাজারজাত সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের জুন থেকে ২১ নভেম্বর পর্যন্ত বেসরকারিভাবে যেসব চাল আমদানির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো আগামী বছরের ৩১ মার্চের মধ্যে বাজারে সরবরাহ করতে হবে। তবে চাল বাজারজাত করার এ সময় আর বাড়ানো হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে এলসি সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত জুন থেকে ২২ আগস্ট পর্যন্ত যেসব চাল আমদানির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলোর ঋণপত্র বা এলসি খোলার সময় আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এলসি খোলা সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে [email protected] এ ই-মেইলে পাঠাতে হবে।