ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঈদকে কেন্দ্র করে বেড়েছিল ব্রয়লার মুরগির দাম। ঈদ শেষে তিন দিন পার হলেও সেই দামেই বিক্রি হচ্ছি মুরগি। তবে ঈদ উদযাপনে গ্রামের বাড়িতে যাওয়া লোকজনের চাপ ঢাকায় এখনও না বাড়ায় বাজারে ক্রেতা ও বিক্রি কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ঈদের চতুর্থ দিন মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার জানা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫৫ থেকে ২৬০ টাকা কেজিতে। যা ঈদের আগে থেকেই চলছিল। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজিতে। এছাড়াও সোনালি জাতের মুরগি ৩৭০ থেকে ৩৮০ কেজিতে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, করপোরেট কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট তৈরি করে মুরগির দাম বাড়িয়েছে। তাদের সহযোগিতা করছে প্রাণিসম্পদের উচ্চপদস্থ অসাধু কিছু কর্মকর্তা।
তিনি বলেন, মুরগির খাদ্য উৎপাদনের সব পণ্যের দাম কেজিতে ১২ থেকে ১৪ টাকা কমেছে, কিন্তু খাদ্যের দাম কমায়নি কোম্পানিগুলো। ফলে কোম্পানিগুলোর মুরগির উৎপাদন খরচ আগের থেকে অনেক কম। কিন্তু তারা উল্টো বাজারে সিন্ডিকেট তৈরি করে মুরগির দাম বাড়াচ্ছে।