ঢাকায় সবজির দাম পাইকারির চেয়ে খুচরায় দ্বিগুণ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: গত রমজান থেকে এবার দেশে প্রায় সব খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। এরমধ্যে রোজায় সাধারণত যে সবজির চাহিদা থাকে তাও হাতের নাগালে নেই ভোক্তাদের। দেখা গেছে, এই সবজিগুলো পাইকারি থেকে খুচরায় এলেই দেড় থেকে দ্বিগুণ দাম বেড়ে যায়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিভিন্ন বাজার থেকে জানা গেছে এমন চিত্র।

কারওয়ান বাজারে পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ ৬০ টাকা, গোল বেগুণ ৪০-৫০ টাকা, লম্বা বেগুণ ৬০-৭০ টাকা, ছোট লেবু প্রতি হালি ২০-২৫ টাকা ও ধনেপাতা প্রতি কেজি ৮০ টাকা বিক্রি হচ্ছিলো।

কিন্তু খুচরা বাজারে এসেই এসব সবজির দাম বেড়ে যায় দ্বিগুণ। বৃহস্পতিবার খুচরায় প্রতি কেজি কাঁচামরিচ ১০০-১২০ টাকা, গোল বেগুণ ৬০-৮০ টাকা, লম্বা বেগুণ ৮০-১০০ টাকা, ছোট লেবু প্রতি হালি ৪০-৪৫ টাকা ও ধনেপাতা প্রতি কেজি ১২০-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছিলো।

রমজানে সবজির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে বেগুনের। কারণ এ সবজি দিয়ে তৈরি হয় বেগুনি। কারওয়ান বাজারে দেখা যায়, পাইকারিতে প্রতি পাঁচ কেজি হিসাবে নিলে কেজিপ্রতি গোল বেগুনের দাম ৩৫-৪০ টাকার মধ্যে পাওয়া যায়। অথচ খুচরার কোথাও বেগুনের দাম ৬০ টাকার নিচে নেই।