খুলনার কয়েকটি বাজারে লকডাউনের প্রভাব পড়তে শুরু করেছে কাঁচা বাজারে। সব পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। ফলে বিপাকে পড়েছেন শহরের নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
গত দুইদিন ধরে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। কাঁচা বাজারের প্রতিটি দ্রব্যের দাম ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান টুটপাড়া জোড়াকল বাজারের ব্যবসায়ী মো. লুৎফুর রহমান।
বাজারগুলোতে বেগুন প্রতিকেজি ৮০ টাকা। পটল ৪০, ঝিঙ্গা ৬০, কুশি ৫৫, কাকরোল ৬০, বরবটি ৬৫, কঁচুরমুখী ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ একসপ্তাহ আগেও বেগুন ৪০, পটল ৩০, ঝিঙ্গা ৫০, কুশি ৪০, কাকরোল ৪৫, বরবটি ৫০ টাকায় বিক্রি হয়েছে।
পাইকারি বাজারে আগের মতো কাঁচামাল আসছে না। লকডাউনের কারণে পরিবহন সঙ্কট থাকায় পণ্যের দাম বেড়েছে। এছাড়া সোমবার (২৮ জুন) শুরু হচ্ছে দেশব্যাপী কঠোর লকডাউন। এটা জেনে শহরের অধিকাংশ ক্রেতা হুমড়ি খেয়ে পড়েছেন পণ্য ক্রয় করতে। ফলে বাজারে দাম কিছুটা বেড়েছে।