মেয়াদোত্তীর্ণ খেজুরসহ বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি করে লেবেল পরিবর্তন করে মেয়াদ বাড়িয়ে বাজারজাত করা একটি কোল্ড স্টোরেজের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ।
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ ও লেবেল-কোম্পানির নাম পাল্টে বাজারজাত করার অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ের ওই কোল্ড স্টোরেজে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
২৭ এপ্রিল, মঙ্গলবার দিনগত রাতে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম।
র্যাব- ২ এর সহকারী পরিচালক এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, তেজগাঁওয়ে প্যারডাইস নামে একটি কোল্ড স্টোরেজে অভিযান চালানো হচ্ছে। প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ আমদানিকৃত খেজুর, অন্যান্য খাদ্যদ্রব্য মজুদ, লেবেল পরিবর্তন করে মেয়াদ বাড়িয়ে বাজারজাত করে আসছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
সুত্র: banglanews24.com/এমএস