দেশজুড়ে কঠোর লকডাউনে জীবন আরও কঠোর হয়ে উঠছে। বাজারে অস্থিতিশীল পণ্যের দাম যেন তারই প্রমাণ দেয়। সপ্তাহের ব্যবধানে চালের দাম প্রতি কেজিতে ৫ থেকে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারসহ আরো কয়েকটি বাজারের চাল ও সবজি ব্যবসায়ীদের থেকে জানা যায়, বন্যা, বৃষ্টি ও লকডাউনের কারণে চালের দাম কেজিতে ৫-৮ টাকা বেড়েছে। শুধু মাত্র চাল নয়, বৃদ্ধি পেয়েছে সবজির ও মাছের দামও। তবে বাজারে ক্রেতা কম আসায় মুরগির দাম কমেছে।
রকমভেদে চালের দাম বৃদ্ধির পরিমাণের ভিন্নতা রয়েছে। দাম বেড়ে বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা, মিনিকেট ৬০-৬২ টাকা, পাইজাম চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৭০ টাকা, পোলাওয়ের চাল আগের দামেই ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
আড়ৎদাড়রা বন্যা, বৃষ্টি ও লকডাউনের ওজুহাতে চালের দাম বাড়িছেছে তাই আমরা কেজিতে পাঁচ থেকে আট টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান এক চাল ব্যবসায়ি।
আরও পড়ুনঃ ব্রয়লারের দাম কমেছে, সবজি এবং মাছের দামের ঊর্ধ্বগতি