৯ জুলাই মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও রায়ের বাজারে দেখা যায় গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আদা ও মুরগির দাম কম। ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিনা আদা ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে দেশি আদা।
বয়লার মুরগির দাম গত সপ্তাহে ছিল ১৫০ টাকা যা ২০ টাকা কমে হয়েছে ১৩০ টাকা। পাকিস্তানি কক মুরগির দাম ২৫০ টাকা হলেও আজ ২১০ টাকা এবং গত সপ্তাহের তুলনায় লেয়ার ১০ টাকা কমে ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বাজারে খাসির মাংস ৮৫০ টাকা; গরুর মাংস ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম ডজনে ৮ টাকা কমে এই সপ্তাহে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন ৮০ টাকা, বিদেশি রসুন ১৩০ টাকা এবং পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ৫ লিটার সয়াবিন তেল ৬৭০-৬৯০ টাকায় এবং ১ লিটার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
লেবু ২০ টাকা হালি, মিষ্টি কুমড়া এক পিস ৩০-৪০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৬০ টাকা, করলা ও টমেটো ৮০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, শসা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদের পরই তেলের দাম কমতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।