ভোক্তাকণ্ঠ ডেস্ক: রমজানের শুরু থেকেই চড়া সবজির দাম। এরমধ্যে রোজার প্রথমদিনে বেগুন, লেবু, শসার মতো ইফতারে প্রয়োজনীয় পদগুলোর দাম অস্বাভাবিক বেড়েছিল। গত তিনদিনের ব্যবধানে এগুলোর দাম কিছুটা কমলেও বাজারে অন্যান্য প্রায় সব সবজির দাম ঊর্ধ্বমুখী।
খোদ বিক্রেতারাই বলছেন, সবজির দাম শুধু বাড়ছেই। বাজারে ৬০ টাকার নিচে এখন কোনো সবজি নেই। এরমধ্যে অনেক সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছে।
সোমবার (২৭ মার্চ) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার থেকে জানা যায়, সজিনা, বরবটি ও কচুর লতি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি দরে। পটোল, ভেন্ডি, ঝিঙা, চিচিঙ্গা, বেগুন, শসার দাম ৭০-৮০ টাকা, আর শিম, মুলা ও টমেটো প্রতিকেজি ৬০-৭০ টাকা।
সবচেয়ে কমদামী সবজি আলু আছে ২৫ টাকা আর পেঁপে ৪০ টাকা। এ বাদে ৬০ টাকার নিচে কোনো কিছুই নেই।
এদিকে বাজারে আরও কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। সাদা ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা কেজি দরে।