ভোক্তাকণ্ঠ ডেস্ক: আগামী পাঁচ দিন প্রতি কেজি গরুর মাংস (হাড়, চর্বি, কলিজা ও মাথার মাংসসহ) ৫৭০ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন পুরান ঢাকার কসাইটুলির মাংস বিক্রেতা নয়ন আহমেদ।
রোববার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান তার মাংসের দোকান পরিদর্শনে গেলে তিনি এ ঘোষণা দেন।
নয়নের মাংসের দোকানটি পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলির আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অন্যান্য ব্যবসায়ীরা যখন ৭৫০-৮০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন, তখন নয়ন আহমেদ প্রতি কেজি গরুর মাংস (মিক্স) ৫৮০ টাকায় এবং সাধারণ মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করছেন। নতুন করে তিনি আগামী পাঁচ দিনের জন্য প্রতি কেজি মিক্স গরুর মাংস আরও ১০ টাকা কমিয়ে ৫৭০ টাকা দরে বিক্রির ঘোষণা দিয়েছেন।
নয়ন আহমেদ বলেন, আজ থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত মিক্স গরুর মাংস আরও ১০ টাকা করে কমিয়ে বিক্রি করব। অর্থাৎ আগামী পাঁচ দিন ৫৭০ টাকা কেজি দরে বিক্রি করব।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী এম এ মান্নান বলেন, ঐতিহ্যবাহী কসাইটুলির কৃতি সন্তান নয়ন খাসি ও গরুর সাপ্লাইয়ার। তার বাবা, দাদা এবং আমার বাবা একসঙ্গে মাংস ব্যবসায়ী ছিলেন। তিনি (নয়ন) দীর্ঘদিন ধরে মানবসেবা হিসেবে কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন। তিনি মিক্স গরুর মাংস ৫৮০ টাকা কেজি ও ঝুলানো মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তিনি আমাদের কসাইটুলির গর্ব। তিনি জনগণকে ক্রয়ক্ষমতার মধ্যে গরুর মাংস দিচ্ছেন। এ জন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, পুরান ঢাকার কসাইটুলির নয়ন দেখিয়ে দিয়েছেন গরুর মাংস ৫৮০ টাকায় বিক্রি করা যায়। তিনি আজ ঘোষণা দিয়েছেন আরও ১০ টাকা কমিয়ে ৫৭০ টাকায় মিক্স মাংস বিক্রি করবেন। নয়ন যা দেখিয়েছেন এটি দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত বড় ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ। এতে বড় ব্যবসায়ী করপোরেট গ্রুপগুলোর উৎসাহিত হওয়া উচিত।