ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরে রেকর্ড গড়েছে ধনেপাতা। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। গত শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
রোববার দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচা বাজার বাহাদুর বাজারের একাধিক সবজির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ীরা বলেন, আপনারা শুধু কাঁচা মরিচের দাম নিয়ে ব্যস্ত থাকেন। ধনেপাতার কেজি কত জানেন? ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি।
সবজি বিক্রেতা মো. ফরিদ হোসেন বলেন, শুক্রবার ধনেপাতা ৮০০ টাকা কেজি বিক্রি হয়েছে। রোববার ২০০ টাকা কমে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। টানা বৃষ্টিতে ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় রাতারাতি ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ধনেপাতা।
আরেক সবজি বিক্রেতা আব্দুল আলিম বলেন, দাম বেশি হওয়ায় মানুষ ২৫ গ্রাম, ৫০ গ্রাম, ১০০ গ্রাম করে ধনেপাতা কিনছেন। ধনেপাতার চেহারাও ভালো নয়। আমদানি কম, তাই দাম বেশি।
উপশহর বাজারের বিক্রেতা বাবু বলেন, বৃষ্টির কারণে ক্ষেতের প্রচুর ক্ষতি হয়েছে। এ কারণে ধনেপাতার দাম বেড়েছে। আমরাই ৫০০ টাকার বেশি দামে কিনেছি। খরচ হিসাব করে ৬০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।