ভোক্তাকণ্ঠ ডেস্ক: নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করায় খুলনায় মেসার্স সেলিনা সেমাই মিল নামের একটি কারখানাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে ওই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় স্কয়ার মেডিসিন সেন্টার নামের একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ভোক্তাকন্ঠকে জানান, খালিশপুরের সেলিনা সেমাই মিলে মেঝেতে সেমাই উৎপাদন করা হচ্ছিল। কারখানার পুরো পরিবেশ ছিলো নোংরা ও দুর্গন্ধযুক্ত। এ জন্য তাদের জরিমানা এবং সতর্ক করা হয়েছে।