ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় প্রতি কেজি কাঁচা মরিচ এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। শনিবার সকালে শৈলকুপার পৌর বাজারে এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা কাঁচা মরিচের এ আকাশছোঁয়া দামকে স্মরণকালের রেকর্ড দাম বলে জানিয়েছেন।
শৈলকুপা বাজারের কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, প্রতিদিন দুই থেকে তিন মণ কাঁচা মরিচ বিক্রি হয়। তবে আজ শনিবার ১০ কেজি মরিচও কিনতে পারিনি। যা পেয়েছি, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করেছি। এক কেজি কাঁচা মরিচ পাইকারি বাজার থেকে সাড়ে ৮০০ টাকায় কিনেছি।
মরিচের দাম রাতারাতি হাজার টাকা হওয়ার বিষয়ে তিনি বলেন, ভারত থেকে যে মরিচ আসত, তা এখন আর আসছে না। এছাড়া প্রচণ্ড তাপদাহে মরিচের গাছ বাড়েনি। এর মধ্যে বৃষ্টিতে অনেক গাছ মারা যাচ্ছে। এ কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ অনেক কমে গেছে।
হাফিজ উদ্দিন নামের একজন ক্রেতা বলেন, কোরবানির মাংস রান্নায় কাঁচা মরিচ ছাড়া স্বাদ পাওয়া যায় না। বাধ্য হয়ে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম ২৫০ টাকায়।
আরেক ক্রেতা আজিজুর রহমান বলেন, এক কেজি কাঁচা মরিচের দাম এক হাজার টাকা। এটা কেমন কথা! বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি যাচ্ছি।
আরেক ক্রেতা রুহুল মিয়া বলেন, কাঁচা মরিচের এত দাম জীবনে শুনিনি। এক হাজার টাকার এক পয়সা কমেও কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে না। এক কেজি কাঁচা মরিচে এখন এক কেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে।
শৈলকুপা বাজার ছাড়াও জেলার শেখপাড়া বাজার, গারাগঞ্জ বাজার, কাঁচেরকোল বাজার, সারুটিয়া বাজার ও দুধসর বাজারসহ একাধিক বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ৯০০ থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।