ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকা ওয়াসা আগামী ১ জুলাই থেকে আবারও পানির দাম বাড়াতে যাচ্ছে। গত ১৪ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা।
এতে বলা হয়, ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী মুদ্রাস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে চলতি বছরের ০১ জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক সংযোগের প্রতি এক হাজার লিটার পানির মূল্য ১০ শতাংশ হারে সমন্বয় করে ১৫ টাকা ১৮ পয়সার স্থলে ১৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হচ্ছে।
ওয়াসা সূত্র বলছে, ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী মুদ্রাস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে আগামী ০১ জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক সংযোগের প্রতি ১ হাজার লিটার পানির মূল্য ১০ শতাংশ হারে সমন্বয় করবে তারা।
অন্যদিকে, বাণিজ্যিক ক্ষেত্রে ৪২ টাকা ০ পয়সার স্থলে ৪৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হলো। এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সব প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে। ওয়াসা আইন ১৯৯৬ এর ২৩ ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
জানা যায়, ঢাকা ওয়াসা সর্বশেষ ২০২১ সালের ০১ জুলাই পানি ও পয়ঃসেবা মূল্য ৫ শতাংশ সমন্বয় করেছিল।