জরিমানা ছাড়াই বিআরটিএ’র সেবা নবায়নের সুযোগ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিভিন্ন সেবার মেয়াদোত্তীর্ণ কাগজপত্র জরিমানা ছাড়াই নবায়নের সময় বাড়ানো হয়েছে। ফলে গ্রাহকরা গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য দেড় মাস সময় পাচ্ছেন।

বুধবার বিআরটিএ’র সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদান করে সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।

গত ১৮ ও ১৯ জুলাই দুষ্কৃতিকারীরা বিআরটিএ’র বনানীর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজ করে। ফলে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বিআরটিএর মোটরযান সংক্রান্ত সেবা যথা: ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকর করার কার্যক্রম চলমান আছে।