করোনা কবে যাবে তা কেউ বলতে পারছেন না। বিশেষন করে ঢাকা শহরের গরীব মানুষের খাদ্য সংস্থান করে নিরবচ্ছিন্ন ১৫ দিন লকডাউন দিয়ে পরীক্ষা করে দেখা দরকার ফলাফল কতটুকু পজিটিভ হয়? এ্যাম্বুলেন্স ছাড়া জনযান চলবে না। ঢাকা থাকবে যানবাহন শুন্য। সামর্থ্য অনুযায়ী ঢাকাবাসীরা ঔষধপত্র এবং বাজার সামগ্রী কিনে নিবেন।
লক ডাউন কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদারকী করবেন। বিমান বন্দর, হাসপাতালসহ অপরিহার্য সার্ভিসগুলো খোলা থাকবে। এ সময় ঢাকায় ট্রেন, বাস মোটর লঞ্চ প্রবেশ বন্ধ থাকবে। এ কাজে জনগনণর আন্তরিক সহযোগীতা দরকার হবে। প্রয়োজনে বিদেশ হতে দ্রুত ভেন্টিলেশন আমদানী এবং আইসিইউ স্থাপনের জন্য অর্থ ব্যয়ে ইন্ডেমনিটি প্রয়োগ করা যেতে পারে।দেশের জনগণুকে নিয়ে সরকার যে কোন মূল্যে করোনা প্রতিরোধ ও নির্মূলের উদ্যোগ নিবে আমরা আশা রাখছি।
আ্ল্লাহ সহায়ক হোন।
- জনাব মোঃ আবুল হোসেন মিঞা,
প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক,
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর