নিজস্ব প্রতিবেদক: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয় পণ্য সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে। তবে কেবলমাত্র নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সে জন্য সরকারকে বাণিজ্য নীতির উপর গুরুত্ব দেয়া প্রয়োজন।’
বুধবার ক্যাবের ভার্চুয়াল জেলা, উপজেলা প্রতিনিধি সম্মেলন- ২০২২ ও ক্যাবের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ভোক্তাকণ্ঠ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম রহমান বলেন, ‘আমরা প্রত্যাশা করবো (ভোক্তাদের স্বার্থে) সরকার বাণিজ্য নীতি তথা আয়-ব্যয়ের নীতি ব্যবহার করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে। কারণ ক্রয় ক্ষমতা বাড়লে দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ কিনে খেতে পারবে। কিন্তু করোনার কারণে নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, যদিও জাতীয় ভাবে আয় বেড়েছে। তাই নিম্নআয়ের মানুষের এর থেকে উত্তরণের জন্য পদক্ষেপ নিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা প্রতি বছর ক্যাবের পক্ষ থেকে সম্মেলন করে থাকি। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্যাবকে সহযোগিতা করেন। তাদের কাছে আহ্বান, মানুষের যাতে ক্রয় ক্ষমতা বাড়ে সে বিষয়ে নজর দেবেন। কারণ আয় বাড়লে তারা স্বস্তি পাবেন।’
ক্যাবের সভাপতি বলেন, ‘আমাদের জাতীয় ভাবে মাথাপিছু আয় বাড়লেও করোনা পরবর্তী নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর আয় কমেছে এবং উচ্চবিত্তের বেড়েছে। বিষয়টির দিকে নজর দিতে আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। পৃথিবীর অনেক দেশেই জিডিপি কমেছে। বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি অব্যাহত আছে। কিন্তু এই প্রবৃদ্ধির ফল যেন সাধারণ মানুষ পায়। কারণ উচ্চবিত্তের প্রবৃদ্ধি বাড়বে আর সাধারণ মানুষ অল্প কিছু পাবে, তা সামঞ্জস্য নয়। সরকারকে এ ব্যাপারে সুনজর দেওয়ার অনুরোধ করছি, যাতে সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের জায়গা বাড়ে।’
অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও নিরাপদ খাদ্য অধিদফতরের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা।
আরও বক্তব্য রাখেন ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী ও ভোক্তাকণ্ঠের সম্পাদক কাজী আব্দুল হান্নান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা ও উপজেলা কমিটির সদস্যরা সাংগঠনিক ও ক্যাবের কর্মকাণ্ড নিয়ে আলোচনায় অংশ নেন।